chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে হবে এসএসসি পরীক্ষা

নতুন শিক্ষাক্রমে ২০২৬ সালে ডিসেম্বর মাসে শুরু হবে এসএসসি পরীক্ষা । সেই সঙ্গে প্রতিটি বিষয়ের মূল্যায়নে বিরতিসহ ৫ ঘণ্টা পরীক্ষা হবে

প্রায় এক যুগ ধরে এসএসসি পরীক্ষা হয়ে আসছে ফেব্রুয়ারি মাস থেকে। তবে এই নিয়ম পরিবর্তন করা হবে বলে জানা যায় আজ বৃহস্পতিবার (২৩ মে) নতুন  কারিকুলামের সংশ্লিষ্ট সূত্রে।

জানা যায়, স্কুলের বার্ষিক ও অর্ধবার্ষিক মূল্যায়ন প্রক্রিয়া সাতটি ধাপে শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করেছে নতুন কারিকুলাম নিয়ে গঠিত উচ্চপর্যায়ের কমিটি। এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে হবে জানায় তারা।অন্যদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে জানা যায়, বর্তমান শিক্ষাক্রম অনুযায়ী সমমান পরীক্ষা ৩ ঘণ্টার হলেও আগামী বছর থেকে ৫ ঘণ্টা করা হবে। ৫ ঘণ্টার পরীক্ষায় হলেই অবস্থান করতে হবে পরীক্ষার্থীদের এবং  মাঝে বিরতি দেওয়া হবে।

 

 

সম/চখ

এই বিভাগের আরও খবর