ছেলের কোলে চড়ে ভোট দিয়েছেন অসুস্থ পিতা
প্যারালাইসড বাবার ইচ্ছাপূরণে কোলে করে কেন্দ্রে নিয়ে আসায় আনন্দিত ছেলে। ভোট দেওয়ার ইচ্ছা পূরণ হওয়াতে মুখে হাসি পিতার ।
কাপ্তাই বাসিন্দা মোঃ শেখ মুজিব (৬৭)। তিনবার ব্রেন স্ট্রোক করাতে শরীরের বাম পাশটা প্যারালাইসড হয়ে গেছে। এখন তিনি প্রায় শয্যাশায়ী। তবে তার অনেক ইচ্ছা, তিনি উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে এসে ভোট দিবেন। তাই বাবার ইচ্ছাপূরণে ছেলে শেখ মোজাম্মেল বাবাকে কোলে করে কেন্দ্রে নিয়ে যান। পিতার ইচ্ছা পুরণ করে ভোট দিতে পেরে ছেলে অনেক আনন্দিত বলে জানান।এদিকে পিতাও অনেক খুশি হয়েছেন নিজের ইচ্ছা পূর্ণ করতে পেরে।
সম/চখ