ব্যাংক কলোনিতে গাঁজাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
চট্টগ্রামের ব্যাংক কলোনিতে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ মিজান প্রকাশ দুলাল (৪২) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ।
সোমবার (২০ মে) নগরীর ইপিজেড থানার ব্যাংক কলোনি রুস্তম বিল্ডিংয়ের নিচে সাইফুল ফার্নিচারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২১ মে) ইপিজেড থানার ওসি মোহাম্মদ হোছাইন এ তথ্য জানান।
গ্রেফতার মো: মিজান প্রকাশ দুলাল ভোলা সদর এর বাঘমারা ইউনিয়নের বাসিন্দা। সে বর্তমানে নগরীর বারেক বিল্ডিং এলাকার ইস্পাহানী গাছতলা মসজিদের পাশে রাঁধার মায়ের বিল্ডিংয়ে বসবাস করে আসছিল।
ওসি মোহাম্মদ হোছাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার ব্যাংক কলোনি রুস্তম বিল্ডিংয়ের নিচে সাইফুল ফার্নিচারের সামনে থেকে মোঃ মিজান প্রকাশ দুলালের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু হয়েছে। আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
মুন/চখ