chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার

চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানার ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ মসজিদের সামনে ট্রাকের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেমের (৬৯) মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাক চালক মোঃ শফিক উল্ল্যাহকে (৫৭) ট্রাকসহ গ্রেফতার করেছে ডবলমুরিং মডেল থানা পুলিশ।

রবিবার (১৯ মে) নগরীর সদরঘাট থানার সদরঘাট থানা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২০ মে) ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ ফজলুল কাদের পাটোয়ারী এ তথ্য জানান।

অফিসার ইনচার্জ ফজলুল কাদের পাটোয়ারী বলেন, ঘটনার দিন ট্রাকটি আকবরশাহ থানাধীন কালুশাহ মাজারের টার্মিনাল থেকে এসটি ট্রেডিং কর্পোরেশন নামীয় ট্রান্সপোর্টের লোডিং ড্রাইভার হিসেবে কদমতলী, ডিটি রোড হয়ে বন্দরে যাওয়ার পথে ডবলমুরিং মডেল থানাধীন ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ মসজিদের সামনে বেপরোয়া গতিতে ম্যাক্সিমা গাড়িকে ধাক্কা দিলে উক্ত ম্যাক্সিমা গাড়ির ভিতরে থাকা বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। পরে ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা পর্যালোচনাপূর্বক ঘাতক ট্রাক শনাক্ত করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সদরঘাট থানার মাদারবাড়ি বাসস্ট্যান্ড থেকে ঘাতক ড্রাইভারকে গ্রেফতার করা হয়। ট্রাকটি নাছির ট্রান্সপোর্টের। আটক ট্রাক এবং এর ড্রাইভার মোঃ শফিক উল্ল্যাহকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর