পেনশন স্কিমে সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে রাউজানে
চট্টগ্রামের ১৫টি উপজেলার মধ্যে সর্বজনীন পেনশন স্কিমে সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে রাউজান উপজেলায়।
জনসাধারণ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজনকে নিয়ে সর্বজনীন পেনশন স্কিমের নানাবিধ উপকারিতা জানাতে ১৪টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে অবহিতকরণ সভা করে উপজেলা প্রশাসন ।পেনশন স্কিমে রেজিস্ট্রেশনের জন্য পুরো উপজেলার প্রতিটি এলাকায় প্রচার করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে যারা রেজিস্ট্রেশনে সাহায্য করেছেন তাদেরকে উপজেলা সমন্বয় সভায় পুরস্কার প্রদান করেন।রাউজান উপজেলায় এ পর্যন্ত ৪ হাজার ১৫০ জনের পেনশন স্কিম রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন। অন্যান্য উপজেলাগুলোর তুলনায় সব চেয়ে বেশি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে রাউজান উপজেলা।
রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় এবিএম ফজলে করিম চৌধুরী সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন কার্যক্রম বেগবান করতে পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশনা দিয়েছেন এবং জনসাধারণকে অনুপ্রাণিত করেছেন। স্থানীয় পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা স্থানীয়ভাবে মাইকিং, অবহিতকরণ সভা ও লিফলেট বিতরণ করে জনসাধারণকে এই বিষয়ে অনুপ্রাণিত করেন।
সম/চখ