chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নাজিরহাটে ১০৫ বছর পুরনো ব্রিজের পুননির্মাণ কাজ শুরু হচ্ছে

মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই তবুও ঝুঁকিপূর্ণ কয়েকটি পিলারে উপর এখনও দাঁড়িয়ে আছে ১০৫ বছরের পুরাতন নাজিরহাট ব্রিজ। অবশেষে মরণফাঁদখ্যাত শতবর্ষী সেই ব্রিজের পুনর্নির্মাণকাজ শুরু হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম-২ আসনের সাংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির উপস্থিতিতে পুননির্মাণ কাজ উদ্বোধন করার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ব্রিটিশ আমলে ১৯১৯ সালে নাজিরহাট বাজারের মধ্যবর্তী স্থানে হালদা নদীর উপর নাজিরহাট পুরাতন ব্রিজটি নির্মিত হয়। স্বাধীনতা যুদ্ধে ব্রিজের এক অংশ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়া হয়েছিল। দেশ স্বাধীনের পর সংস্কারপূর্বক ব্রিজ দিয়ে গাড়ি চলাচল সচল করা হয়। সেই থেকে সরকারি অর্থায়নে ব্রিজটির আর কোন সংস্কার হয়নি।

জানা যায়, ২০১৭ সালের ৩ এপ্রিল ফটিকছড়ি উপজেলা প্রশাসন মৃত্যুঝুঁকি এড়াতে ব্রিজটি দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। এর এক বছর পর ২০১৮ সালের জুনে বন্যার পানিতে ব্রিজের মধ্যভাগ দেবে গিয়ে ব্রিজটি ঢালু হয়ে গেলে উপজেলা প্রশাসন ব্রিজ দিয়ে লোকজন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন চলাচলকারীরা।

প্রায় ছয় বছর পর টেন্ডার প্রক্রিয়া শেষে গত ১২ মে ব্রিজের কার্যাদেশ আসে। ব্রিজটি হবে বেইলি ব্রিজ। দৈর্র্ঘ্যে ৩শ ফুট আর প্রস্থে ১০ ফুট। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এ ব্রিজের কাজ পায় সেলিম এন্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ মতে ১৮৮ দিন অর্থাৎ, প্রায় সাত মাসের মধ্যে কাজটি সম্পন্ন করার কথা রয়েছে।

চখ/ককন