খাগড়াছড়িতে নিখোঁজ হওয়া নারীর মরদেহ উদ্ধার
খাগড়াছড়িতে নিখোঁজ হওয়ার ৫ দিন পর হাত পা বাধা অবস্থায় এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫মে) সকালে জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের কলাবন এলাকার পাহাড়ি জঙ্গল হতে ঈশ্বরী বালা ত্রিপুরা নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি পেরাছড়া ইউনিয়নের চন্দ্র কুমার পাড়ার দ্রোণ আর্চায ত্রিপুরার স্ত্রী। নিহতের স্বামী জানান, গত শনিবার রাতে বাড়িতে বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা ৭ টার দিকে পাশের বাড়িতে মোবাইল চার্জ দিতে যান ঈশ্বরী। রাত ৯ টায় সেখান থেকে নিজ বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। আশপাশে খোঁজাখুঁজির পর পাওয়া না গেলে সোমবার সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে আজ সকালে একজন ফোন করে মরদেহের সন্ধান দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।
পেরাছড়া ইউনিয়নের মেম্বার কিশোরময় ত্রিপুরা জানান, নিহতের গায়ে থাকা পোষাক খুলে হাত পায়ে বেঁধে শ্বাসরোধ করে ঈশ্বরীকে হত্যা করা হয়। নিহতের স্বর্ণালংকার ছিনিয়ে নিতে এমন ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে নিকট এক আত্মীয়কে সন্দেহ করা হচ্ছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।
চখ/ককন