গরমে বেড়েছে তালের শাঁসের কদর
প্রচণ্ড গরমে চট্টগ্রাম জুড়ে কদর বেড়েছে তালের শাঁসের। একটু স্বস্তি পেতে রাস্তার পাশে ফুটপাতে বিক্রি হওয়া রসালো এই ফলের স্বাদ নিচ্ছেন অনেকে। পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। ছবিটি চট্টগ্রাম নগরের কদমতলী ফলমন্ডি এলাকা থেকে তোলা। ছবি – এম. ফয়সাল এলাহী
মুন/চখ