২৫ আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে কনডেম সেল নিয়ে হাইকোর্টের রায়
রাষ্ট্রপক্ষ মঙ্গলবার (১৪ মে) হাইকোর্টের কনডেম সেলের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলে বুধবার (১৫ মে) রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের বিচারপতি ২৫ আগস্ট পর্যন্ত এই রায় স্থগিত ঘোষণা দেন ।
সব প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগে ফাঁসির আসামিকে কনডেম সেল বা নির্জন কারাকক্ষে রাখা যাবে না বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করার আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম ২৫ আগস্টের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দাখিল করার আদেশ দেন এবং এই রায় ২৫ আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে বলে ঘোষণা দেন ।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং আবেদনকারীদের পক্ষে শুনানি করেন মোহাম্মদ শিশির মনির।
সম/চখ