chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ত্বক পুড়ে গেলে করণীয় কী ?

ভুল চিকিৎসার কারণে ক্ষততে ইনফেকশনসহ দীর্ঘমেয়াদী বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে।তবে ঘরে বসেই ছোটোখাটো পোড়ার সঠিক চিকিৎসা করা সম্ভব।

শরীরের অনেকখানি অংশ পুড়ে গেলে কিংবা গভীর ক্ষত সৃষ্টি হলে অতি দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে তবে ছোটোখাটো পোড়ার চিকিৎসার ঘরে বসেই করা যায়।আসুন জেনে নেই পুড়ে গেলে কি হতে পারে।

শরীরের কোথাও পুড়ে গেলে তীব্র ব্যথা হতে পারে। এ ছাড়াও পোড়া স্থানে নিচের অবস্থার সৃষ্টি হতে পারে—
• ত্বক লাল হওয়া ও চামড়া উঠে আসা ।
• ফোসকা পড়া ও ফুলে যাওয়া।
• ত্বক পুড়ে কালো অথবা একেবারে সাদাটে হয়ে যাওয়া ও জ্বালাপোড়া হওয়া।
যেকোনো ধরনের পোড়ার ক্ষেত্রেই যত দ্রুত সম্ভব প্রাথমিক চিকিৎসা দিয়ে ত্বকের ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে হবে। পোড়ার প্রাথমিক চিকিৎসায় নিচের ধাপগুলো হলো-
• তাপের উৎস থেকে দূরে সরিয়ে নিন
• গায়ে লাগা আগুন নেভান
• প্রচুর পানি ঢালুন
• কাপড় ও গয়না খুলে ফেলুন
• ক্ষতস্থান ঢাকুন
• শরীর কাপড় দিয়ে মুড়ে দিন
• ব্যথানাশক ঔষধ সেবন
• রোগীকে বসিয়ে রাখুন
তবে পোড়ার মাত্রা বেশী হলে যত দ্রুত সম্ভব রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।

 

সম/চখ

এই বিভাগের আরও খবর