chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তাসকিনকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা বিসিবির

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাসকিনসহ ১৫ সদস্যের স্কোয়াডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবশেষে দল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দুপুর ১২টা ৩০ মিনিটে দল ঘোষণার কথা থাকলেও তা দেরিতে শুরু হয়।বিশ্বকাপ দলে রাখা হয়েছে ইনজুরিতে পড়া তাসকিন আহমেদকে।তাসকিন ইনজুরিতে থাকলেও দলের প্রয়োজনে তাকে স্কোয়াডে রাখা হয়েছে বলে জানিয়েছে বিসিবি। বিশ্বকাপ চলাকালিন যদি তাসকিনের ইনজুরি ঠিক হয়ে জায় তাহলে তাকে খেলায় অংশগ্রহনে সুযোগ দেওয়া হবে বলে জানায় বিসিবি। তবে ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের।

এছাড়াও ১৫ সদস্যের স্কোয়াডে আছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও সাকিব আল হাসান। আর ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের ওপর ভরসা রাখছে টিম ম্যানেজম্যান্ট।

 

সম/চখ

 

এই বিভাগের আরও খবর