মূল্যস্ফীতির চাপ কমাতে কয়েক দফা নির্দেশনা
আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জনগণের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কয়েক দফা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৩ মে) প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বাজেট প্রণয়ন সংক্রান্ত সভায় অর্থমন্ত্রী, , অর্থ প্রতিমন্ত্রী, , বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থবিভাগের সচিব, এনবিআর চেয়ারম্যানসহ বাজেট প্রণয়নের সঙ্গে জড়িত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থ সচিব সভায় দেশের বর্তমান সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও আগামী বাজেটের সম্ভাব্য আকার তুলে ধরেন। এরি পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন যে- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, টেকসই প্রবৃদ্ধি অর্জন অব্যাহত রাখা, কর্মসংস্থান বৃদ্ধি, বিলাসবহুল জিনিসপত্র আমদানি নিরুৎসাহিত করা, আগামী অর্থবছরের বাজেটে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখা।
“নির্বাচনি ইশতেহারের প্রতিফলন থাকবে আসছে বাজেটে” সভায় এ বিষয়টি অর্থ বিভাগের তরফ থেকে জানানো হলে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সতর্কতার সঙ্গে প্রকল্প গ্রহণের নির্দেশনা দেন।
সম/চখ