ঘরে ফিরলেন এম.ভি আবদুল্লাহর নাবিকরা
সোমালিয়া উপকূলীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশী জাহাজ এম.ভি আবদুল্লাহ এর অকুতোভয় নাবিকগণ আজ ১৪ মে ২০২৪ তারিখ বিকাল ৪ ঘটিকায় বহি নোঙ্গর এ অবস্থানরত এম ভি আব্দুল্লাহ জাহাজ হতে এম.ভি জাহানমণি জাহাজ যোগে চট্টগ্রাম বন্দরের এনসিটি-১ জেটিতে আগমন করেন।
মুন/চখ