chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে অস্ত্রসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফ থেকে অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ শফিক (৩২) নামের আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৪ মে) দুপুরে র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আটকৃত শফিক হ্নীলা মৌলভীবাজার মরিচ্যাঘোনার মৃত আবদুল গফুরের ছেলে। র‌্যাব জানায়, সোমবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের কম্বনিয়াপাড়ায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছিলো। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে আটক শফিকের দেহ তল্লাশী করে পরিহিত লুঙ্গীর বাম পাশের কোমরে বিশেষ কৌশলে গুজিয়ে রাখা অবস্থায় দেশীয় ১টি এলজি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ১ রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোহাম্মদ শফিক টেকনাফ কম্বনিয়াপাড়া এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী, ইয়াবা ব্যবসায়ী ও পাহাড়ে আতঙ্ক সৃষ্টিকারী। এছাড়াও সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে অস্ত্র-গুলি বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে এবং এ সকল অপরাধের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের নিকট বিক্রয় করে থাকে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর