chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়িতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সাবেক চেয়ারম্যান ও মেয়রকে শোকজ

চট্টগ্রামের ফটিকছড়িতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব ও ফটিকছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাঈল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। রবিবার (১২ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী এ শোকজ নোটিশ জারি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ‘গত ৯ এপ্রিল এইচ এম আবু তৈয়ব এক প্রার্থীর পক্ষে প্রচারণা চলাকালীন ভোটারদের উদ্দেশ্যে মানহানিকর বক্তব্য প্রদান করে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার ১৮ (ক) বিধি লঙ্ঘন করেছে। বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টি গোচর হয়।

অপরদিকে গত ১১ তারিখ ফটিকছড়ি পৌরসভার মেয়র এক ফেসবুক পোস্টে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন। একই সাথে তিনি পূর্ববর্তী নির্বাচন নিয়ে প্রশ্ন তোলায় উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ৫ (ক) এর উপবিধি লঙ্ঘন হয়।

একই বিধিমালার বিধি ৩২ এর ১ উপবিধি অনুসারে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে আগামী ১৪ তারিখ জবাব প্রদানের জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বদ্ধ পরিকর’।

চখ/ককন