chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবি ক্যাম্পাসে বহিরাগতদের মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে বহিরাগতদের মোটরসাইকেল নিয়ে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা ও এ নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সহায়তায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কার্যকর হচ্ছে এ নিষেধাজ্ঞা আজ থেকেই।

সোমবার (১৩ মে) দুপুরে চবি’র প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত কিছু মোটরসাইকেল আরোহী বিনা অনুমতিতে প্রবেশ করার অভিযোগ পাওয়া গেছে। ট্রাফিক আইন অমান্য করে এসব মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এরইমধ্যে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রক্টর অফিসের সিদ্ধান্ত অনুযায়ী চবি সংশ্লিষ্ট ব্যক্তির মোটরসাইকেল ছাড়া বহিরাগতদের মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো। এ সিদ্ধান্ত অমান্যকারীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সহায়তায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে।

প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, অনেকদিন ধরেই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের কাছ থেকে অভিযোগ পেয়ে আসছি। বহিরাগতরা বেপরোয়া গতিতে বাইক চালায়। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশও নষ্ট হয়। সবকিছু বিবেচনা করে আমরা মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছি।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর