হায়দার আকবর খান রনোকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনোকে ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে মা ও বাবার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার (১৩ মে) সকাল ১০টার দিকে হায়দার আকবর খান রনোর মরদেহ রাজধানীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে আনা হলে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় দলের পক্ষ থেকে ।
শ্রদ্ধা নিবেদন শেষ করে হায়দার আকবর খান রনোর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মাননা, গার্ড অব অনার দেওয়া হয়। এরপর সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
শহীদ মিনারের আনুষ্ঠানিকতা শেষে তার জানাজা বেলা দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
সম/চখ