নগরীর অর্ধশত শিক্ষার্থী অকৃতকার্য ৯ সরকারি বিদ্যালয়ে
এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে নগরের প্রথম সারির ৯টি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। রোববার (১২ মে) চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়।
এতে দেখা যায়, কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৪৭৫ জন। কৃতকার্য হয়েছে ৪৭৪ জন। অকৃতকার্য হয়েছে একজন শিক্ষার্থী। এ স্কুলে জিপিএ-৫ পেয়েছে ৩৭৪ জন। এছাড়া ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪৭৭ জন। কৃতকার্য শিক্ষার্থী ৪৬৯ জন এবং অকৃতকার্য ৮ জন শিক্ষার্থী। এ স্কুলে জিপিএ-৫ পেয়েছে ৩৩২ জন। এদিকে, গভ. মুসলিম হাই স্কুলে পরীক্ষার্থী ছিল ৪৪০ জন এরমধ্যে কৃতকার্য হয়েছে ৪৩৬ জন এবং অকৃতকার্য হয়েছে ৪ জন শিক্ষার্থী। এ স্কুলে জিপিএ-৫ পেয়েছে ৩১৫ জন। অন্যদিকে, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪৩৮ জন। কৃতকার্য হয়েছে ৪৩৫ জন এবং অকৃতকার্য হয়েছে ৩ জন শিক্ষার্থী। এ স্কুলে জিপিএ-৫ পেয়েছে ২৬১ জন শিক্ষার্থী। এছাড়াও চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৩০৮ জন এরমধ্যে কৃতকার্য হয়েছে ৩০৬ এবং অকৃতকার্য হয়েছে ২ জন। এ স্কুলে জিপিএ-৫ পেয়েছে ২২৪ জন শিক্ষার্থী। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৩৩৮ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৩৩৪ জন এবং অকৃতকার্য হয়েছে ৪ জন। এ স্কুলে জিপিএ ৫ পেয়েছে ২১১ জন। বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪৬৫ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৪৪৩ জন এবং অকৃতকার্য হয়েছে ২২ জন শিক্ষার্থী। এ স্কুলে জিপিএ ৫ পেয়েছে ১৮৭ জন। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২৩৫ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ২৩১ জন এবং অকৃতকার্য হয়েছে ৪ জন। এ স্কুলে জিপিএ ৫ পেয়েছে ১১৭ জন শিক্ষার্থী। হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৫২ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ১৫১ জন এবং অকৃতকার্য হয়েছে মাত্র ১ জন। জিপিএ ৫ পেয়েছে ৮৬ জন শিক্ষার্থী।
এব্যাপারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়রাম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর নারায়ন চন্দ্র নাথ বলেন, সরকারি-বেসরকারি যে কোনো বিদ্যালয়ে একজন শিক্ষার্থী অকৃতকার্য হতেই পারে। তবে, এখানে অভিভাবকদের সর্তকতা ও যত্ন নেওয়াটা খুবই জরুরি। অভিভাবকরা শিক্ষার্থীদের প্রতি হয়তো সেভাবে সর্তক ও দায়িত্বশীল ছিল না তাই তারা খারাপ করেছে।
চখ/ককন