chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ার শঙ্খ নদে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের শঙ্খ নদ থেকে অজ্ঞাতনামা  এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ মে) সকাল ১১টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নজু মিঞার ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

সাতকানিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ইকরাম উর- জামান বলেন, শঙ্খ নদের পশ্চিম পাড়ে পানিতে কালো গেঞ্জি ও প্যান্ট পড়া অবস্থায় ভেসে থাকা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটিকে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চখ/ককন