chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সরকার সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ  জানিয়েছেন ,সরকার ধনী-গরিব সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে। 

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ  দেশবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন, বাংলাদেশে এখন আধুনিক মানের হাসপাতাল গড়ে উঠছে। এটি দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নের দিক বলে আমি মনে করি। ধনী-গরিব সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কাজ করছে এবং ব্যবসায়ী উদ্যোক্তারাও স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ করছেন ।

শনিবার (১১ মে) চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লু’র মেজবান হলে কমপ্লায়েন্স বেজড স্পেশালাইজড হাসপাতাল সাজিনাজ হাসপাতাল লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই বক্তব্যে রাখেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন ‘সামর্থ্যহীন রোগীদের জন্য কম মূল্যে চিকিৎসার ব্যবস্থা থাকবে এই হাসপাতালে, চট্টগ্রামের মানুষ হয়ে আমি প্রত্যাশা করবো এই হাসপাতালের পক্ষ থেকে যেন সর্বদা এই সেবা সচল থাকে । পাশাপাশি এই হাসপাতাল এমন কিছু সেবা দিবে যা অন্যান্য প্রতিষ্ঠান থেকে থেকে আলাদা হিসেবে বিবেচিত হবে এবং সাধারণ জনগণের কথা ভেবে এই হাসপাতাল তার কার্যক্রম পরিচালনা করবে বলে আমি প্রত্যাশা জানাচ্ছি।’

সাজিনাজ গ্রুপের চেয়ারম্যান লায়ন শফিকুল ইসলাম এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য আবদুচ ছালাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইউনুস, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক ও পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী, ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ, লায়ন গভর্নর এমবিএম মহিউদ্দিন চৌধুরী, লায়ন গভর্নর ইলেক্ট কোহিনুর কামাল, লায়ন আইপিডিজি শেখ সামছুদ্দিন আহমেদ সিদ্দিকী প্রমুখ। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ।

সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান লায়ন শফিকুল ইসলাম বলেন, এই হাসপাতাল সবসময় সেবার ব্রত নিয়ে সবার জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভূমিকা রাখার মিশন নিয়ে কাজ করে যাবে । এই হাসপাতালে একজন রোগীর ভর্তি থেকে শুরু করে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করা পর্যন্ত একদল দক্ষ টিমের মাধ্যমে যাবতীয় সেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, শুধু বিদেশে নয় চট্টগ্রামেও মানসম্পন্ন চিকিৎসাসেবা রয়েছে বলে আমি বিশ্বাস করি । ইসলামের দীক্ষা অনুসরণ করে আমাদের চিকিৎসাসেবা অনুসরণ করা উচিত। এই হাসপাতাল তার মানসম্মত চিকিৎসাসেবার মাধ্যমে চট্টগ্রামবাসীকে বিদেশবিমুখ এবং ঢাকাবিমুখ করবে বলে আমার এই প্রত্যাশা।

 

সম/চখ

 

এই বিভাগের আরও খবর