chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাগেরহাটে হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রকাশ্য দিবালোকে কৃষক হাকিম জোমাদ্দারকে(৬২) পিটিয়ে কুপিয়ে হত্যার মামলার ৪ নম্বর আসামি বারেক হাওলাদারের ছেলে রুমি হাওলাদারকে(৩৮) পুলিশ গ্রেফতার করেছে। শনিবার (১১ মে) সন্ধ্যায় চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে মোরেলগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে পরদিন রোববার (১২মে) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, হত্যাকাণ্ডের পরেই মূল আসামিরা এলাকা থেকে পালিয়ে যায়। পরে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের একজন রুমি জামাদ্দারকে গ্রেফতার করা হয়েছে। রুমি জোমাদ্দার এ মামলার প্রধান আসামি শহিদুল ইসলামের আপন ভাই। সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল বেলা ৮টার দিকে গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে আব্দুল হাকিম জোমাদ্দারকে(৬২) কুপিয়ে হত্যা করে প্রতিবেশী শহিদুল ইসলাম ও তার লোকজন। মারপিটে নিহতের স্ত্রী, ছেলে ও ভাইসহ আরও ৭ জন আহত হন। এ ঘটনায় ২৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই হারুন জামদ্দার। থানা পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করতে পেরেছে।

চখ/ককন