chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মীরসরাইয়ে সাড়ে ৫ লাখ টাকার মাদকসহ আটক ২

চট্টগ্রামে মীরসরাইয়ের জোরারগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা, ৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। ১০ মে (শুক্রবার) জোরারগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মুনসুরাবাদ এলাকার মৃত নুর উদ্দিনের পুত্র মোঃ তুহিন (৩৮) ও দুলার হাট এলাকার মোহাম্মদ সিরাজের ছেলে মোঃ সোহেল (২৮)। র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ীরা একটি পিকআপ যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। সেসময় জোরারগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খান সিটি সেন্টার এলাকার পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট গাড়ি তল্লাশি করা হয়।

এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা পিকআপটিকে থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব তাদের ধরে ফেলে। এ সময় একটি পিকাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা। মাদকসহ আসামিদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর