chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে বেওয়ারিশ নবজাতকের ঠাঁই নিঃসন্তান দম্পতির কাছে

চট্টগ্রামের বোয়ালখালী পৌর এলাকায় রেললাইনের পাশে রেখে যাওয়া নবজাতকের ঠাঁই হয়েছে পটিয়া উপজেলার বাসিন্দা নিঃসন্তান মো. কাদের দম্পতির ঘরে। শুক্রবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুড়ি পুকুর পাড় এলাকায় রেল লাইনের পাশে নির্জন স্থানে এক নবজাতক কন্যা সন্তানকে অজ্ঞাত কেউ রেখে যান।

স্থানীয়রা জানান, কান্না শুনে শিশুটি উদ্ধার করেন পথচারী নুরুল হুদা। তিনি পরবর্তীতে শিশুটিকে কাদের দম্পতির হাতে তুলে দেন। বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল জব্বার বলেন, শিশুটি উদ্ধার করে পটিয়া উপজেলার নিঃসন্তান মো. কাদের দম্পতি বুকে আগলে নিয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে শিশুটির চিকিৎসা করিয়েছেন বলে জানতে পেরেছি। এই শিশুকে কেউ দেখতে না পেলে রাতে শিয়াল কুকুরে নিয়ে যাওয়ার শঙ্কা ছিল।

চখ/ককন