হাটহাজারীর কয়েকটি ইউনিয়নে দীর্ঘ ৩ দিন পর সচল বিদ্যুৎ
গত ৬ মে দুপুরে কালবৈশাখী তাণ্ডবে ৭২ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হলো হাটহাজারীর মির্জাপুর-ধলই ও ফরহদাবাদ ইউনিয়নের পল্লী বিদ্যুতের লাইন। আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বিদ্যুতের লাইন সচল হয় বলে জানিয়েছেন এসব এলাকার বাসিন্দারা।
কালবৈশাখী তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড, ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ও ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাশিম নগর এলাকা। ধলই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনিসুর রহমান বলেন, গত তিনদিন ধরে বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ না থাকায় ফ্রিজের খাদ্যসামগ্রী নষ্ট হয়ে খাদ্যসংকটে পড়েছেন। মোটর দিয়ে পানি তুলতে না পারায় এলাকার মানুষ গোসল করতে পারছে না। পানি বাইরে থেকে এনে কাজ করতে হচ্ছে।
চট্টগ্রাম-৩ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন হাটহাজারী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. মাহবুবুল আলম বলেন, উপজেলার পল্লী বিদ্যুতের আওতাধীন ৮০% গ্রাহক বর্তমানে বিদ্যুৎ ব্যবহার করছে। ২০% গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ-সংযোগ চালু করার চেষ্টা করা হচ্ছে।
চখ/ককন