ইপিজেডে অসামাজিক কার্যকলাপের দায়ে আটক ৪
চট্টগ্রামের ইপিজেডে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে ২ পুরুষ ও ২ নারীকে আটক করেছে ইপিজেড থানা পুলিশ। গতকাল নগরীর ইপিজেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৯ মে) থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কাজে লিপ্ত থাকাকালীন তাদের আটক করা হয়।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ হোসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আবাসিক হোটেল কক্ষে অসামাজিক কাজে লিপ্ত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদের বিচার কার্যের জন্য আদালতে পাঠানো হয়েছে।
চখ/ককন