chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৫ মে বিশ্ব ফুটবল দিবস হিসেবে স্বীকৃতি দিলো জাতিসংঘ

২৫শে মে তারিখকে ফুটবলের জন্য বিশেষ দিবস ‘বিশ্ব ফুটবল দিবস‘ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। চলতি বছরে মে মাস থেকেই পালিত হবে বিশ্ব ফুটবল দিবস।

মঙ্গলবার (৭ মে) জাতিসংঘে লিবিয়ার স্থায়ী প্রতিনিধি তাহের এল-সনি ডেনিস ফ্রান্সিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ পরিষদে বিশ্ব ফুটবল দিবসের রেজল্যুশন উপস্থাপন করলে জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৩টি সদস্যদেশের ভোটে এ অনুমোদন দেয় জাতিসংঘ।

রেজ্যুলেশন উপস্থাপনায় তাহের এল-সনি বলেন, এটি নিছক একটি খেলার চেয়েও বেশি কিছু, যা সব বয়সীরা রাস্তায়, গ্রামে, স্কুলে এবং পল্লিতে আনন্দের জন্য ও প্রতিযোগিতামূলকভাবে খেলে থাকে। বিশ্বের খেলাধুলা অঙ্গনে ফুটবলের ‘অপ্রতিদ্বন্দ্বী অবস্থান’ আছে। ‘জাতীয়, সাংস্কৃতিক ও সামাজিক-অর্থনৈতিক বাধা কাটিয়ে ফুটবল বিশ্বজুড়ে সর্বজনীন ভাষা হিসেবে কাজ করে।

রেজ্যুলেশনে ফুটবলের বৈশ্বিক পরিধি এবং বাণিজ্য, শান্তি ও কূটনীতির মতো বিভিন্ন সামাজিক খাতে এর প্রভাবকে স্বীকৃতি দেয়া হয়। সেইসঙ্গে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র হিসেবে ফুটবলের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ফুটবলের উন্নয়ন ও প্রসারে খেলার নিয়ন্ত্রক সংস্থা ফিফার মূলনীতি এবং বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় ফুটবল সংস্থার কার্যক্রমের কথা উল্লেখ ছিল সেই রেজ্যুলেশনে।

বিশ্ব ফুটবল দিবসের রেজল্যুশনে সব দেশ, জাতিসংঘের অঙ্গ সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, একাডেমিয়া, সুশীল সমাজ এবং প্রাইভেট সেক্টরকে অগ্রাধিকার দিয়ে বিশ্ব ফুটবল দিবস পালনের আহ্বান জানানো হয়।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্যদেশগুলোর ভোটে চলতি বছর থেকে বিশ্ব ফুটবল দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর