খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ব্যালট বাক্স ছিনতাই
খাগড়াছড়ি জেলাধীন লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় দেওয়ান পড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে । বুধবার (৮ মে ) বিকেল পৌনে ৪টার দিকে এই কেন্দ্র থেকে চারটি ব্যালট বাক্স ছিনতাইয়ের পর কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেন প্রিজাইডিং অফিসার জিনা চাকমা।
ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে সকাল ১০টার পর থেকে একই উপজেলার যতীন্দ্র কার্বারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেয় কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার। এ নিয়ে উপজেলার দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ব্যালট পেপার ভর্তি বাক্স ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করেছেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া সুলতানা।
তিনি জানান, বিকাল পৌনে ৪টার দিকে দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে গেছে। দুর্বৃত্তদের কাউকে চিহ্নিত করা যায়নি।
চখ/ককন