বাঘের থাবায় বিধ্বস্ত জিম্বাবুয়ে
বাংলাদেশের সিরিজ জয়

- সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের উল্লাস। ছবি- এম.ফয়সাল এলাহী।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওই রান তাড়া করতে নেমে ১৫৬ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।
- জয়ের পর মাঠ ছাড়ছেন বাংলাদেশ দলের ক্রিকেট। ছবি- এম.ফয়সাল এলাহী।
তৃতীয় ম্যাচে টসে জিতে বোলিংটাই বেছে নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাটিংয়ে নেমে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশের দুই ওপেনারকে। তৃতীয় ম্যাচে বর্থতার পরিচয় দিয়ে ফিরে গেছেন লিটন দাস (১২)। এদিন ইনিংস বড় করতে পারেনি তানজিদ হাসানও (২১)। ব্যর্থ হয়েছেন নাজমুল শান্তও (৬)।
টপঅর্ডারের ব্যর্থতায় কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে সেই চাপকে সামলে নেন দুই তরুণ ব্যাটার তৌহিদ হৃদয় আর জাকের আলি। দুজনে মিলে গড়েন ৮৭ রানের জুটি। লক্ষ্যপথে ফেরে বাংলাদেশ। ৩ চার আর ২ ছক্কায় ৩৮ বল থেকে ৫৭ রান করে ফেরেন হৃদয়। আর সমান বাউন্ডারিতে ৩৪ বলে ৪৪ রান করেন জাকের। দুইজনই ব্যর্থ হয়েছেন মুজারাবানির ইয়র্কার খেলতে। শেষ পর্যন্ত ১৬৫ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।
মাঝারি রানের লক্ষ্য তাড়া করতে নেমে এদিনও ব্যাটিং ব্যর্থতায় পড়ে রোডেশিয়ানরা। ৪৮ রান তুলতেই হারান টপঅর্ডারের চার ব্যাটারকে। ব্যর্থ হয়ে ফিরে যান ক্রেইগ আরভিন, সিকান্দার রাজাদের মতো অভিজ্ঞ ব্যাটাররা। এরপরও আগ্রাসী বোলিং চালিয়ে চান সাইফুদ্দিন-সাকিব-রিশাদরা। আর সেটাতে ৯১ রান তুলতেই আট উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে।
কিন্তু এরপর উইকেটে এসে প্রতিরোধ গড়েন ফারাজ আকরাম। বিধ্বংসী ব্যাটিংয়ের আভাস দিয়ে, ম্যাচে তৈরি করে উত্তেজনা। সমান ২ চার আর ছক্কায় ১৯ বল থেকে ৩৪ রান করলেও সেটা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট হয়নি: কেবল অপেক্ষা বাড়িয়েছে বাংলাদেশের। শেষ পর্যন্ত ৯ রানে জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছে সাইফুদ্দিন আর ২টি উইকেট নিয়েছে রিশাদ হোসাইন।
- ফখ|চখ