কালবৈশাখীর তাণ্ডব, সাথে ৯৮ মিলিমিটার বৃষ্টি ডুবালো চট্টগ্রামকে
পতেঙ্গা আবহাওয়া অফিস তিন ঘণ্টায় ৯৭ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। সোমবার (৬ মে) বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ বৃষ্টিপাত পরিমাপ করা হয়। পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মেঘনাদ তঞ্চ্যঙ্গা এ তথ্য জানান।
এর আগে গত রোববার দেশের ৮ বিভাগেই দমকা হওয়ার সাথে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার আড়াইটা থেকে নগরের আকাশ কালো মেঘে ঢেকে যায়। হেডলাইট জ্বালিয়ে চলতে থাকে গাড়ি। পথচারী ও স্কুলফেরত শিক্ষার্থীরা আশ্রয় নেন সড়কের পাশের বাসাবাড়ি ও দোকানে। তারপর বজ্রসহ ভারী বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছিল কালবৈশাখী ঝড়। এ সময় বৃষ্টির পানি দ্রুত নালায় নামতে না পেরে বেশ কিছু সড়কে হাঁটুপানি জমে যায়। সৃষ্টি হয় জলাবদ্ধতার। ঝড়ে জাকির হোসেন সড়কের ওমর গণি এমইএস কলেজ এলাকায় একটি বড় গাছ, বৈদ্যুতিক ট্রান্সফরমার পড়ে যায়। এছাড়া কাজীর দেউড়ি সহ বিভিন্ন এলাকায় ঝড়ো বাতাসে গাছ উপড়ে যাওয়ার খবর পাওয়ার গেছে।
চখ/ককন