তাদের অধিকারের কথা বলেনা কেউ!
মাথার উপর তপ্ত রোদ্দের আঁচ তবুও জীবিকার তাগিদে সকাল থেকে সন্ধ্যা ঘামঝরান এই শ্রমিকরা।জাহাজ এলেই খোলে তাদের ভাগ্য। মাস যায় বছর যায় তবুও বাড়েনা তাদের বেতন।তাই তো অধিকার আদায়ে পিছিয়ে এই শ্রমীকরা।আজ মে দিবসে রাস্তায় কেন তাদের নিয়ে মিছিল বের হয়। জানার সময় কোথায়? প্রতিদিনের মতো এদিনও তারা নেমে পড়েন কাজে। ছবিগুলো চট্টগ্রাম নগরের আনু মাঝিরঘাট এলাকা থেকে তুলেছেন-এম. ফয়সাল এলাহী।