chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সুখ-শান্তি আর মঙ্গল কামনায় বান্দরবানে নদী পূজা

অশুভ শক্তিকে প্রতিরোধ করে সবার জন্য সুখ-শান্তি আর মঙ্গল কামনায় বান্দরবান জেলারবান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে নদী পূজা।

শনিবার (২০ এপ্রিল) সকালে বান্দরবান রাজ পরিবারের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সাংগু নদীর তীরে বটগাছ ও নদীর পানিতে পূজা করেন তারা।

বান্দরবান বোমাং রাজার পুত্র রাজকুমার চসিংপ্রু বনির নেতৃত্বে রাজপরিবারের সদস্য, বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারিসহ (পাড়া প্রধান) বৌদ্ধ ধর্মাবলম্বী পূজারীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উজানী পাড়া সাংগু নদীর তীরে গিয়ে সমবেত হয়। পরে সাংগু নদীর তীরে বটগাছ ও নদীর পানিতে পূজা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ সময় মিষ্টান্নসহ বিভিন্ন রকমের ফল উৎসর্গ করার পাশাপাশি মোমবাতি ও ধুপ জ্বালিয়ে পূজারীরা দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।

এ সময় নদীর ধারে বাঁশের তৈরি মাচাংয়ের ওপরে ফুল বিসর্জন করে দেবতার উদ্দেশে পূজা করা হয়। পরে সবাই পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরে পৃথিবীতে সুখে-শান্তিতে বসবাসের জন্য বিশেষ প্রার্থনায় মিলিত হন।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর