chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গুজবে ক্ষুব্ধ অমিতাভ

বিনোদন ডেস্কঃ সুস্থ হয়ে উঠেছেন অমিতাভ বচ্চন! তিনি এখন করোনামুক্ত,  সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ভারতীয় একটি গণমাধ্যমে এই খবর প্রচার হতেই আনন্দে মেতে ওঠেন অনুরাগীরা। নানা আয়োজনের পরিকল্পনাও করে ফেলেন তারা। কিন্তু ঘন্টা খানেকের মধ্যেই জানা যায়-খবরটি গুজব।  এই খবর নজরে আসার সাথে সাথেই সামাজিক যোগাযোগ দেয়া একটি পোস্টে দেন।

সেখানে তিনি লেখেন,  ‘আমি করোনা আক্রান্ত। হাসপাতালে ভর্তি হলাম’- বলিউড মহাতারকার এমনই একটি পোস্টে যেন ঝড় উঠে গেল। সারা বিশ্বের সিনেমাপ্রেমীরা একসুরে ব্যস্ত হয়ে পরলেন অমিতাভ বচ্চনের আরোগ্য কামনায়। বিনোদন ইন্ডাস্ট্রি থেকে রাজনৈতিক ময়দানের ব্যক্তিত্বরা, প্রত্যেকেই উদ্বিগ্ন। কোটি কোটি ভক্তের বার্তা উপচে পড়ল বিগ বি’র সোশ্যাল ওয়ালে! প্রার্থনায় সামিল হয়েছেন বলিউড-সহ বিভিন্ন তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে উঠছে তাদের প্রার্থনায়।হয়ে বাড়ি ফিরবেন বচ্চন ও তাঁর পরিবার আশাবাদী সকলেই।

এই বিভাগের আরও খবর
Loading...