chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গু স্যালাইনের কোনো সংকট হবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বাসাবাড়ি সবকিছু পরিষ্কার রাখতে হবে। অসুখ হলে তখন চিকিৎসা করতে হয়। কিন্তু কারো যাতে ডেঙ্গু না হয়, সেজন্য আমাদের কাজ করতে হবে।

আজ সোমবার (১৫ এপ্রিল)সচিবালয়ে মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, আমরা হাসপাতালগুলোকে বলে রেখেছি। এখন চিকিৎসকরা ডেঙ্গু চিকিৎসা সম্পর্কে ভালোভাবে জানেন। স্যালাইনের যে সংকটের কথা ভাবা হয়েছে, সেটা নিয়েও আমি বৈঠক করেছি। স্যালাইনের কোনো সংকট হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদের আগের দিন যে কয়েকটি হাসপাতালে গিয়েছিলাম, সেখানে চিকিৎসকদের উপস্থিত দেখতে পেয়েছি। সিনিয়র ও জুনিয়র সব চিকিৎসক ছিলেন। ঈদ উদযাপন ও নববর্ষের ছুটিতে হাসপাতালের কার্যক্রম সব ভালোভাবে চলেছে।

 

 

তাসু/চখ

এই বিভাগের আরও খবর