চন্দনাইশে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত
চট্টগ্রামের চন্দনাইশে বন্যহাতির আক্রমণে জাকির হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে সালাউদ্দিন (৩৫) নামে এক যুবক আহত হয়েছে।
আজ সোমবার (১৫ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে জাকির হোসেন ক্ষেতে কাজ করতে গেলে হঠাৎ পেছন থেকে এক জোড়া বন্যহাতি তাকে আক্রমণ করে। এক পর্যায়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে, সালাউদ্দিন নামে আরেকজন দোকানে রুটি কিনতে যাওয়ার সময় হাতির আক্রমণের শিকার হয়। এতে সে গুরুতর আহত হয়। আহত সালাউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরমা ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু।
তাসু/চখ