chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লন্ডন এক্সপ্রেসের ১৪ বাসে আগুন, তদন্তে তিন সদস্যের কমিটি

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় একটি বাসের গ্যারেজে আগুন লেগে ১৪টি এসি বাস আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। 

আজ মঙ্গলবার (২ এপ্রিল) রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ বিষয়ে জানানো হয়েছে।

কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিনকে প্রধান করা হয়েছে। বাকি দুই সদস্যের নাম পরে জানানো হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীর ডেমরা এলাকায় একটি বাস গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই আগুনে গ্যারেজে দাঁড় করিয়ে রাখা ১৪টি এসি বাস আগুনে পুড়ে যায়।

 

তাসু | চখ

এই বিভাগের আরও খবর