chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ম্যাচ শেষ না করেই দেশে ফিরলেন লঙ্কান ক্রিকেটার

চট্টগ্রামে টেস্টের চতুর্থ দিনে ম্যাচ শেষ না করেই দেশে চলে গেলেন শ্রীলঙ্কার ক্রিকেটার চান্ডিমাল। পারিবারিক কারণে জরুরি ভিত্তিতে চান্ডিমালকে চট্টগ্রাম টেস্ট চলাকালীন সময়ই দেশে ফিরতে হচ্ছে।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) বাংলাদেশ ছেড়েছেন চান্ডিমাল। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড জানিয়েছে, পারিবারিক কারণে জরুরি ভিত্তিতে দেশে ফিরতে হচ্ছে তাকে।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১০৪ বল খেলে ৫৯ রান করেছিলেন চান্ডিমাল। তবে দ্বিতীয় ইনিংসে ৭ বলে ৯ রান করেই হাসান মাহমুদের শিকারে পরিণত হন তিনি। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তাকে ছাড়াই ফিল্ডিংয়ে নামতে হবে লঙ্কানদের।

চট্টগ্রাম টেস্টে অবশ্য এরই মধ্যে চালকের আসনে বসেছে শ্রীলঙ্কা। অলৌকিক কিছু না ঘটলে সিরিজ জিতেই দেশে ফিরে যাবে লঙ্কানরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কা ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছে। ফলে লিড দাঁড়িয়েছে ৫১০ রানের।

মোহভ/চখ

এই বিভাগের আরও খবর