chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ছুটি ছাড়াই স্কুলে অনুপস্থিত থাকায় ১০ শিক্ষককে শোকজ

চট্টগ্রামের ১০ জন, খুলনার ৫, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহীর ৩ জন করে এবং ঢাকার ১ জনসহ মোট ২৫ জন শিক্ষক ও ২ জন বরিশালের ও ১ জন কুমিল্লারসহ মোট ৩ জন কর্মচারীকে ছুটি ছাড়াই স্কুলে অনুপস্থিত থাকা কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (১ এপ্রিল) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্ব-ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন গিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তারা ২৮ জন শিক্ষক-কর্মচারীকে স্কুলে অনুপস্থিত পেয়েছেন। অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইংয়ে পাঠানো প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

শোকজ নোটিশে ওই শিক্ষক-কর্মচারীকে পাঁচ কর্মদিবসের মধ্যে অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকার সুস্পষ্ট কারণ স্ব স্ব জেলা শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে জানাতে বলা হয়েছে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর