chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেট্রোরেলে সাধারণ যাত্রীদের সঙ্গে সচিবালয়ে গেলেন মাশরাফী

যাত্রীবেশে মেট্রোরেলে চড়ে মাশরাফী বিন মোর্ত্তজা গেলেন সচিবালয়ে। তবে মুখে মাস্ক, চোখে চশমা ও মাথায় টুপি থাকায় কেউই বুঝতে পারেননি। কাছে থেকেও অনেকে চিনতে পারেননি প্রিয় তারকাকে। বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন।

রোববার (৩১ মার্চ) মেট্রোরেলে চড়ে সচিবালয়ে যান বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। মেট্রোরেলে তার একটি দাঁড়িয়ে থাকা ছবি রীতিমতো ভাইরাল টপিকে পরিণত হয়েছে।

মেট্রোরেলে চড়ে ভ্রমণ শেষে মাশরাফী ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। সেখানে তিনি লিখেছেন, ‘প্রয়োজনের মেট্রো।’ এই ঘটনায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন নড়াইল এক্সপ্রেস।

একজন লিখেছেন, কিংবদন্তিরা কথায় নয়, বেঁচে থাকেন কাজে। আরেকজন লিখেছেন, আমাদের কৌশিক আমাদের ভালোবাসা আমাদের গর্ব।

নড়াইল-১ আসনের এই সংসদ সদস্য নিজের এলাকায় নিয়মিত ঘুরে বেড়ান। বিভিন্ন জায়গায় গিয়ে সমস্যা খুঁজে বের করার চেষ্টা করেন। তার নির্বাচনি এলাকায় ঘুরে বেড়ানোর বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমসহ সকল অঙ্গনেই ব্যাপক জনপ্রিয়।

মআ/চখ

এই বিভাগের আরও খবর