চট্টগ্রামে অনলাইনে ঈদের কেনাকেটায় ঝুঁকছে মানুষ
আর কিছু দিন পর ঈদ। ঈদ মানে নতুন জামা, জুতো ও প্রাসাধনী কেনার মওসুম। গত কয়েকবছর ধরে চট্টগ্রামের লোকজন মার্কেটে গিয়ে বাজার করতে নানা বিপত্তি এড়াতে ঝুঁকে পড়ছেন অনলাইন শপিংয়ে। ঘরে বসে পছন্দের কাপড় ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অনলাইনে অর্ডার দিলে পেয়ে যাচ্ছে খুব সহজে। বাড়তি এ সহজলভ্যতার কারণে ঈদ ঘনিয়ে আসলেও ক্রেতারা মার্কেটমুখী হচ্ছেন না।
ঈদ উপলক্ষে অনলাইন কেনাকাটা জমে উঠেছে। বিভিন্ন ফেসবুক পেইজ ও ই-কমার্স সাইটে চলছে বিভিন্ন পণ্য ও প্রসাধনী বিক্রি।
চট্টগ্রামের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রাইসা সুলতানা রেশমি চট্টলার খবরকে বলেন, বুটিক হাউজ নামের একটি অনলাইন শপ থেকে নিজের জন্য ৩টি কাপড় ও আত্মীয় স্বজনদের জন্য গিফটের ১৩ টি জামা কিনেছি। অনলাইনে অর্ডার দেওয়ার ৪৮ ঘন্টার মধ্যে চকবাজারের বাসায় হাজির বিক্রয় কর্মীরা।
তিনি জানান, গত বছর রাতে নিউ মার্কেটে কেনাকেটা করতে গিয়ে ছিনতাইকারীদের হাতে মোবাইল হারাতে হলো। এবার এ টেনশন কমাতে অনলাইনে সব বাজার সারছি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্ট্রাগ্রামকে ব্যবসাক্ষেত্র হিসেবে নিয়েছেন লাখো তরুণ-তরুণী। ঈদকে কেন্দ্র করে তারা নতুন প্রস্তুতি নিয়ে নিজেদের ব্যবসা সাজিয়েছেন। চলছে দারুণ বেচাকেনা।
ফেসবুকে সারা বছর যেসব পেইজ থেকে নারীদের পোশাক বিক্রি হয়, ঈদের আগে সেসব পেইজের সক্রিয়তা বেড়ে যায় কয়েক গুণ। এবারও এর ব্যত্যয় ঘটেনি।
বিভিন্ন পেইজ ঘুরে দেখা গেছে, ঈদকে সামনে রেখে নতুন নতুন পোশাকের পসরা। শাড়ি, থ্রি-পিছ, ওয়ান পিস থেকে শুরু করে সবধরনের পোশাকের সমারোহ দেখা গেছে। পাকিস্তানি পোশাকের দিকে বেশি আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। ঈদ উপলক্ষে নানা ছাড়ও দেওয়া হচ্ছে।
ঈদকে কেন্দ্র করে অনেকে নতুন করে অনলাইন ব্যবসায় নেমেছেন। ফেসবুকে এমন অনেক পেইজ দেখা গেছে, যা শুরু হয়েছে মাসখানেক আগে।
একই চিত্র ইনস্ট্রাগ্রামে। সেখানে বিক্রি হচ্ছে নারীদের পোশাক।
যাঁরা ভিড় ঠেলে কেনাকাটা করতে পছন্দ করেন না, তাঁরাই মূলত অনলাইনের ক্রেতা।
সংশ্লিষ্টরা বলেছেন, অনলাইন বাজার হচ্ছে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের একটি বড় ধরনের সাফল্য। এর মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই ক্রয়-বিক্রয় করতে পারছেন সব ধরনের পণ্য। শুধু নতুন পণ্যই নয় এই বাজারের মাধ্যমে ক্রেতারা ক্রয়-বিক্রয় করতে পারছেন পুরনো পণ্যও। এছাড়া বর্তমানে চট্টগ্রাম নগরে যে পরিমাণ তীব্র যানজট তাতে সরাসরি বাজার থেকে পণ্য কেনা অনেকের পক্ষে সম্ভব হয় না। ছিনতাইকারী ও পরিবেশ দূষণ তো আছেই। এই জন্য এখন দেশের সবচেয়ে নিরাপদ ও জনপ্রিয় মার্কেটিং হচ্ছে অনলাইন বাজার।
ফখ।মআ।চখ