chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইংল্যান্ডে কে কাঁদিয়ে ব্রাজিল এর জয়

প্রথমবারের মতো দরিভাল জুনিয়রের অধীনে খেলতে নেমেছে ব্রাজিল। এন্দরিকের গোলে ব্রাজিলের জয়। ব্রাজিলিয়ানরা পেলে ও রোনালদো নাজারিওর ছায়া খুঁজে পাচ্ছেন এন্দরিকের মধ্যে। তবে দল হিসেবে ইংল্যান্ড কিছুটা হলেও এগিয়ে ছিল।

শনিবার (২৩ মার্চ) ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিক ইংল্যান্ডকে এন্দরিকের একমাত্র গোলে হারিয়েছে ব্রাজিল। আক্রমণে কিছুটা এগিয়ে ছিল ইংল্যান্ডের চেয়ে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-০ গোলে ইংল্যান্ড কে হারিয়েছে ব্রাজিল। ম্যাচে বদলি হিসেবে নেমে একমাত্র গোলটি করে ব্যবধান গড়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ খেলোয়াড় এন্দরিক। এই গোলে একাধিক রেকর্ডও গড়েছেন ১৭ বছর বয়সী এই তরুণ স্ট্রাইকার।

ইংল্যান্ডে কে কাঁদিয়ে ব্রাজিল এর জয়

জাতীয় দলের হয়ে তৃতীয় ম্যাচেই গোল পেলেন এন্দরিক। প্রথম গোল পাওয়ার দিন তার বয়স ১৭ বছর ২৪৬ দিন। যা তাকে রোনালদো নাজারিওর পর ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে কমবয়সী গোলদাতায় পরিণত করেছে।

শুধু তাই নয়। ওয়েম্বলি স্টেডিয়ামে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এন্দরিকের চেয়ে কম বয়সে গোল করার রেকর্ড নেই আর কারোরই। ইংল্যান্ডের এই ঐতিহ্যবাহী মাঠে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড এখন এন্দরিকের দখলে।

গত বছর ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয় এন্দরিক। ১৯৯৪ সালে রোনালদো নাজারিওর পর সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। এন্দরিক যে বিশেষ প্রতিভা সে সম্পর্কে কোনো সন্দেহই নেই। তার প্রতিভায় মুগ্ধ হয়ে রিয়াল মাদ্রিদের মতো ক্লাব তাকে দলে টেনেছে।

মোহভ/চখ

এই বিভাগের আরও খবর