chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বেচ্ছাসেবী সংগঠন শিখরের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে চন্দনাইশ শিখর স্বপ্নপূরণ পাঠশালায় মাহতাব রুমী কে সভাপতি ও আবদুস সামাদ রিফাত কে সাধারণ সম্পাদক করে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাসুদুর রহমান ২০২০-২০২১ সেবাবর্ষের কমিটি ঘোষণা করেন।

এতে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, চন্দনাইশ হাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী,ডায়মন্ড সিমেন্ট কোং ডি.জি.এম (সেলস্) চট্টগ্রাম এম এ রহিম
ও জমির উদ্দীন।

কমিটি অন্যান্য সদস্যরা হলেন, বিওডি পরিচালক জয়ন্ত বড়ুয়া, বিওডি সদস্য জিহাদ সামির, সহ সভাপতি আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা বড়ুয়া, অর্থ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রাজীব হোসাইন রিফাত, দপ্তর সম্পাদক এম এ মুন্না, প্রচার সম্পাদক মোঃ রিফাতুল ইসলাম।

চট্টগ্রাম শাখা প্যানেল-পরিচালক শাহরিয়ার হাসান রাজ, সহ পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, নুসরাত জাহান, উমাচিং মারমা পিংকি, বৈশাখী চৌধুরী মৃত্তিকা।

চন্দনাইশ শাখা প্যানেল-পরিচালক আল শাহ-রিয়া রাফি, সহ পরিচালক নাছরিন জাহান নদী, আরফাত রহমান, কে এম সাজ্জাদ,
তন্ময় আহমেদ।

পটিয়া শাখা প্যানেল-পরিচালক তানজীম মাহমুদ, সহ পরিচালক মোঃ হামিদ, নাজিম উদ্দিন, ইসরাত জাহান, সাজ্জাদ হোসাইন।

আনোয়ারা শাখা প্যানেল-পরিচালক মোঃ মহিউদ্দিন, সহ পরিচালক
কাজী রহিমা রুমী, ইমতিয়াজ হোসাইন, সিতু বড়ুয়া, মোঃ তাহসান।

স্বপ্নপূরণ পাঠশালা প্যানেল– পরিচালক সুষ্মি মনি, সহ পরিচালক সানজিদা ইয়াছমিন নিঝুম, তৌহিদুল ইসলাম, সাইফুল আলম তুষার
মামুনুর রশীদ।

নেগেটিভ ব্লাড ব্যাংক প্যানেল -পরিচালক মোঃ জাহেদুল ইসলাম,সহপরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ দেলোয়ার হোসাইন, এমরান চৌধুরী বাপ্পী।

ক্ষুদার্থের জন্য খাদ্য প্যানেল – পরিচালক শাহেদ আলম নকীব, সহ পরিচালক রেজাউল করীম খোকন।

শিশুর জন্য অভিবাবক প্যানেল-পরিচালক মোঃ মহিউদ্দিন সহ পরিচালক তাসলিমা তাজ।

উল্লেখ্য, সংগঠনটি ২০১৭ সালে উত্তরবঙ্গে বন্যার্তদের সহযোগিতার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর