chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১৩.১ শতাংশ আয় বেড়েছে হুয়াওয়ের

 প্রযুক্তি ডেস্কঃ করোনার তালমাটাল সময়েও আয় বেড়েছে চীনা টেলিকম কম্পানি হুয়াওয়ের।

জানাগেছে, এবারই প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ৪৫ হাজার ৪০০ কোটি রেনমিনবিতে পৌঁছেছে, যেখানে নিট মুনাফা ৯ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। জানুয়ারি-জুন সময়ে হুয়াওয়ের রাজস্ব আয় গত বছরের তুলনায় ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। এর ফলে হুয়াওয়ের ক্যারিয়ার, এন্টারপ্রাইজ ও কনজ্যুমার বিজনেস বিভাগের আয় যথাক্রমে ১৫ হাজার ৯৬০ কোটি, ৩ হাজার ৬৩০ কোটি ও ২৫ হাজার ৫৮০ কোটি রেনমিনবিতে পৌঁছেছে।

এদিকে, কভিড-১৯ মহামারী মোকাবেলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের সব দেশ। এ পরিপ্রেক্ষিতে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ারেই পরিণত হয়নি, একই সঙ্গে অর্থনীতি পুনরুদ্ধারের মূল চালিকাশক্তি হিসেবেও বিবেচিত হচ্ছে। নেটওয়ার্ক কার্যক্রম স্থিতিশীল রাখতে, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে এবং স্থানীয়ভাবে বৈশ্বিক মহামারীর প্রাদুর্ভাব প্রতিরোধে ও অর্থনৈতিক কার্যক্রম শুরুর ব্যাপারে সহযোগিতায় ক্যারিয়ার ও খাতসংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে হুয়াওয়ে।