চট্টগ্রামে ব্যবসায়ীর চেক প্রতারণা মামলায় এক বছরের কারাদণ্ড
চট্টগ্রামে জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ীকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির দায়ের করা চেক প্রতারণা মামলায় এক বছরের কারাদণ্ড এবং ১৭ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ শীতলপুর কেশবপুর গ্রামের সালেহ আহমদের ছেলে। তিনি মেসার্স জে আলম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক।
সোমবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ৭ম যুগ্ন জেলা জজ মো. মহি উদ্দিন এ রায় দেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাঙ্গীর আলম ইসলামী ব্যাংক পাহাড়তলী শাখা থেকে বিনিয়োগ সুবিধা নেন। পরে ব্যাংকের ঋণ পরিশোধের জন্য দেওয়া চেকটি ডিজঅনার হওয়ায় তার বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ ১৬ লাখ ৮৮ হাজার ২৫০ টাকা চেক প্রতারণার অভিযোগে ২০১৯ সালের ২১ মার্চ আদালতে মামলা করেন।
আদালত সোমবার (১২ ফেব্রুয়ারি) এ মামলায় রায় দেন। রায়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
আসামি গ্রেফতারের দিন থেকে রায় কার্যকর হবে বলে আদালত আদেশে উল্লেখ করেছেন।
মোহভ/চখ