বাঁশখালীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে নিহত ২
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে জসিম উদ্দিন (৪২) ও তৌহিদুল ইসলাম (২৭) নামে ২ জন নিহত হয়েছে।
৪ ফেব্রুয়ারি (রবিবার) বিকালে উপজেলার গন্ডামারা পশ্চিম বড়ঘোনা খাটখালী জেটি ঘাটে এ ঘটনা ঘটে। ১১ ফেব্রুয়ারি (শনিবার) তৌহিদুল ইসলাম মারা যায়। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বার্ণ ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিনের মৃত্যু হয়েছে। গন্ডামারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওসমান গণি এ তথ্য জানায়।
তিনি বলেন, গত ৪ ফেব্রুয়ারি বিকালে গন্ডামারা পশ্চিম বড়ঘোনা খাটখালী জেটি ঘাটে নোঙ্গর করা সেলিমের মালিকানাধীন ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়। আহতদের মধ্যে গত শনিবার অগ্নিদগ্ধ আহত আবদুচ ছবুরের ছেলে তৌহিদুল ইসলাম মারা যায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত আবদুর রশিদের ছেলে জসিম উদ্দিন ঢাকায় চিকিৎসা অবস্থায় মারা গেছে। তার ৪ ছেলে ১ মেয়ে রয়েছে।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, ফিশিং বোটে অগ্নিকাণ্ডে নিহত জসিম উদ্দিনের মৃত্যুর খবরের পরিবারের পক্ষে ঢাকা থেকে বাঁশখালীতে আনা লাশ দাফনের জন্য অনুমতি চাওয়া হয়েছে।
মুন/চখ