১৮ ফেব্রুয়ারি শুরু মেডিকেলে ভর্তি
আগামী ১৮ ফেব্রুয়ারি শুরু হবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণদের ভর্তি। চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পরই ভর্তি শুরুর তারিখ ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি তারিখের মধ্যে অফিস চলাকালীন সরকারি মেডিকেল কলেজসমূহে নির্বাচিত ভর্তিচ্ছুদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
এবার সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৪টি মেডিকেল কলেজের ১১ হাজার ৬৭৫টি আসনের জন্য এবার ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু আবেদন করেন। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৫ হাজার ৩৮০টি এবং বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজে মোট আসন ৬ হাজার ২৯৫টি।
এ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় জেলা কোটা বাতিল করা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় নির্ধারিত সময়ে আসন পূরণ করা না গেলে সেসব আসনে সাধারণ শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।
মুন/চখ