মহিলা আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ১৪ ফেব্রুয়ারি
আগামী ১৪ ফেব্রুয়ারি (বুধবার) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশীদের আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে সাক্ষাৎকার নেবে আওয়ামী লীগ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে দলীয় ফরম কিনেছেন ১৫৪৯ জন নারী।
মুন/চখ