এক ইংল্যান্ডীর ডলার পার্সেলের ফাঁদে নি:স্ব চট্টগ্রামের এক মাদরাসা শিক্ষক
ফেসবুকে নিজেকে ইংল্যান্ডের নাগরিক পরিচয় দিয়ে এক নারী চট্টগ্রাম নগরের পাঁচলাইশের ইদারাতুল কুরআন মডেল হিফজ মাদ্রাসার শিক্ষক আইয়ুবুল ইসলামকে নক করেন ২০২৩ সালের ১৭ ডিসেম্বর। পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন চিকিৎসক পরিচয়দানকারী উইলিয়ামস স্মিথ। একপর্যায়ে গত ২৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন দাপে দামি উপহার বাংলাদেশে পাঠানোর কথা বলে ১০ লাখ ৭৪ হাজার টাকা হাতিয়ে নেন।
গত ৩ ফেব্রুয়ারি পাঁচলাইশ থানায় আইয়ুবুল ইসলাম বাদি হয়ে প্রতারণার বিষয়ে একটি মামলা করেন। মামলা নম্বর-০৩।
মামলায় উল্লেখ করা হয়েছে, উইলিয়ামস স্মিথ আমার হোয়াটস অ্যাপ নম্বর চাইলে আমি তাকে আমার হোয়াটস অ্যাপ নম্বর দিই। তখন উক্ত ফেইসবুক আইডি ব্যবহাকারী তার হোয়াটস অ্যাপ নম্বর +২২৯৫৯৭৯১৮৬৫ থেকে আমার হোয়াটস অ্যাপ নম্বরে নক করে। আমাদের মধ্যে হোয়াটস অ্যাপে মাঝে মধ্যে যোগাযোগ হত। এরই ধারাবাহিকতায় ২১ জানুয়ারি উইলিয়ামস স্মিথ জানায় বাংলাদেশে ব্যবসা করবে। সেই সুবাদে উপহার হিসেবে আমার জন্য দুই লক্ষ ইউএস ডলার ও কিছু মালামাল সহ একটি পার্সেল পাঠিয়েছে। ২২ জানুয়ারি তার এ দেশের নারী সহযোগী বিমানবন্দর শুল্ক কর্মকর্তা (কাস্টমস অফিসার) পরিচয়ে আমাকে ফোন করে বলেন, আমার নামে একটি পার্সেল বিমানবন্দরে এসেছে। পার্সেলটি সরবরাহ করতে কাস্টমস চার্জ হিসেবে ৪৫ হাজার টাকা বিকাশ বা ব্যাংক হিসাব নম্বরে পরিশোধ করতে হবে। ২২ জানুয়ারি বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের শাখা থেকে টাকাগুলো পাঠায়।
প্রতারকচক্রটি আমাকে জানান, যেহেতু পার্সেলে অতি মূল্যবান সামগ্রী রয়েছে এবং এভাবে বিদেশ থেকে কোনো পার্সেল দেশে আনা আইনসিদ্ধ নয়, তাই চার্জ একটু বেশি দিতে হবে। নকল টিন সার্টিফিকেট ও অন্যান্য কাগজ বানাতে অনেক অর্থের প্রয়োজন হবে। তারা ১০ লাখ ১৯ হাজার টাকা দাবি করে। আমি বিষয়টি আমার প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা ক্বারী জুবায়েরকে জানায়। তিনি বিস্তারিত শুনে উক্ত পার্সেল গ্রহণের জন্য বাকি টাকাগুলো ধার দেন। সর্বশেষ ২৪ জানুয়ারি ৫ লাখ টাকাসহ ডাচ্ বাংলা ব্যাংক একাউন্ট নম্বর ০১৭৩৩৮১৬৪৪২০ তে ১০ লাখ ৭৪ হাজার৩০০ টাকা পাঠায়। এরপর তাদের দেওয়া পার্সেলটির কোন হদিস মিলেনি।
এভাবেই অভিনব কায়দায় একটি চক্র সহজ-সরল মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অর্থ আত্মসাৎ করছে। প্রতারণায় বিশ্বাসযোগ্যতা আনতে কখনও প্রতারক চক্র নিজেদের কাস্টমস কমিশনার পরিচয়ে, আবার কখনও বিদেশিদের ব্যবহার করছে।
ফখ|চখ