chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দখল ও দূষণে মরছে কর্ণফুলী

দখল-দূষণে বিপন্ন কর্ণফুলী।

দখল ও দূষণে মরছে কর্ণফুলী

বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে কর্ণফুলী। ভারতের লুসাই পাহাড় থেকে ধেয়ে আসা যুগ-যুগান্তরের নদী কর্ণফুলী দখল-দূষণে মরতে বসেছে। দূষণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে খরস্রোতা কর্ণফুলীর জীববৈচিত্র্য হারিয়ে যেতে বসেছে। থেমে নেই দখলও। নদীর চর ঘিরে উঠছে হাজার হাজার অবৈধ স্থাপনা। কর্ণফুলী নদীর দখল ও দূষণ নিয়ে সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থার উদ্বেগ থাকলেও এগুলো বন্ধে আসছে না কোন কার্যকর পদক্ষেপ। ছবিটি চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে তোলা। ছবি – এম ফয়সাল এলাহী

দখল ও দূষণে মরছে কর্ণফুলী

দখল ও দূষণে মরছে কর্ণফুলী

দখল ও দূষণে মরছে কর্ণফুলী

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর