চান্দগাঁওয়ে বাইকসহ চক্রের সদস্য গ্রেফতার
চট্টগ্রামের চান্দগাঁওয়ে চোরাই ২টি বাইকসহ গোলামুর রহমান ওরফে মনা (২৮) নামে চোর চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে নগরীর চান্দগাঁও থানাধীন এককিলোমিটার এলাকায় তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এ তথ্য জানান।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এককিলোমিটার এলাকা থেকে গোলামুর রহমান নামে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এগুলোর চেসিস নম্বর বুঝা যাচ্ছে না। একটির নিবন্ধন নম্বর থাকলেও আরেকটির নেই। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
দুপুরে গ্রেফতার গোলামুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।
মুন/চখ
