chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঘুরেফিরে আলোচনায় চট্টগ্রামের ৮ নেত্রীর নাম

সংরক্ষিত সংসদীয় আসন

নির্বাচন কমিশন আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচনের তফসিল ঘোষণা করবে। সেই কাঙ্ক্ষিত সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) হতে ইতোমধ্যে তোড়জোড় শুরু হয়েছে। চট্টগ্রামের অন্তত ৩৫ জনেরও বেশি নারী নেত্রী এমপি হতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। তবে শেষ মুহূর্তে এসে চট্টগ্রামের ৮ নেত্রীর নাম বেশ আলোচনায় রয়েছেন। যাঁদের অনেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছিলেন।

সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌড়ঝাঁপে এগিয়ে থাকাদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের মেয়ে ওয়াসিকা আয়েশা খান এগিয়ে আছেন। তিনি বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক হিসেবে ইতোমধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আস্থা অর্জন করতে সমর্থ হয়েছেন। তাই সংরক্ষিত আসনে এমপি মনোনয়নে তার নামটি এবারও সবার আগে।

চট্টগ্রামে শেষ মুহূর্তে আলোচনায় থাকা বাকি সাতজন হলেন- চট্টগ্রাম-১০ আসনের এমপি প্রয়াত ডা.আফসারুল আমীনের স্ত্রী কামরুন নেছা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক সাজেদা সুরাত, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট
জিনাত সোহানা চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ ও যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক অধ্যাপক সায়রা বানু রৌশনী, হাসিনা মহিউদ্দিন।
আলোচনায় থাকা এই ৮ জন ছাড়াও সাজেদা সুরাত সায়রা বানু রৌশনী, জিনাত সোহানা চৌধুরী শামীম হারুন লুবনা চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে জীবনবৃত্তান্ত দিচ্ছেন কেন্দ্রীয় নেতাদের কাছে।

সংরক্ষিত আসনের এমপি মনোনয়ন প্রসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, দলের প্রতি আনুগত্য দেখে আমাদের প্রধানমন্ত্রী সংরক্ষিত আসনে মনোনয়ন দেবেন। যারা দলের দু:সময়ে ছিলেন তাঁদের মূল্যায়ন করার দাবি জানাচ্ছি।

  • ফখ|চখ
এই বিভাগের আরও খবর